লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উক্ত কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানা যায়।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রসঙ্গত: সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মান্দারী বাজারে থানা কমিটির নেতৃত্বে থাকা আলাউদ্দিন ও আবু তালেব সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের ৫ জন আহত হয়। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ প্রাণহানির আশঙ্কায় থেকে জেলা ছাত্রলীগ থানা কমিটি বিলুপ্ত করে বলে ছাত্রলীগ সুত্রে জানা যায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন