‘স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগানকে নিয়ে গণতন্ত্র মুক্ত দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
শুক্রবার সকাল ১১টায় সদর রোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুদকদার মো. ইউনুস এমপি।
মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক সাদিক আবদুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেনের অবদান চির স্মরণীয়। তার এই সংগ্রামের আত্মত্যাগ আগামী দিনের প্রেরণা হয়ে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন