ফরিদপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কানু শেখ নামে ৭০ বছর বয়সের এক বৃদ্ধের বিরুদ্ধে। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হননি ওই বৃদ্ধ। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকিও দেন তিনি। ঘটনাটি জানাজানি হওয়ার পর শুক্রবার সকালে কানু শেখকে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
গত ২৫ অক্টোবর ফরিদপুর সদর উপজেলার ঈষান গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের এ ঘটনা ঘটেছে। ওই দিন বিকেলে এলাকার মাঠে ছাগল আনতে যায় মেয়েটি। সেখান থেকে মেয়েটিকে জোর করে ধরে নিয়ে পাশ্ববর্তী একটি হলুদ ক্ষেতে ধর্ষণ করে। এলাকার বখাটে যুবক মুজাহিদ ও মিলন ধর্ষণের ঘটনাটি মোবাইলে ভিডিও করে।
পরবর্তিতে কানু শেখকে তা দেখিয়ে এক লাখ টাকা দাবি করে। এসময় কানু শেখ ৭০০ টাকা বাখাটে যুবকদের হাতে দেয়। নাখোশ হয়ে যুবকদ্বয় বাকি টাকার চাপ দেয়। বৃদ্ধ বখাটেদের টাকা না দিতে পারায় আজ সকালে বখাটেরা গোপালপুর বাজারে বিভিন্ন লোকের মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ক্ষুদ্ধ হয় এলাকার জনগণ। একজোট হয়ে কানু শেখের বাড়িতে যেয়ে তাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে। এলাকার জনগণ এখন ধর্ষক কানু শেখ, মুজাহিদ ও মিলনের উপযুক্ত বিচারের দাবি করছে।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৭/ফারজানা