মুন্সীগঞ্জ সদর উপজেলার চর ডুমুরিয়া এলাকা থেকে দুই উপজাতিকে ৩৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন- চৈদ্দসা চাকমা(২০)ও চোকলা চাকমা(২২)।
মুন্সীগঞ্জ গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, দুপুর দেড়াটার দিকে ৩৬০০ পিস ইয়াবাসহ দুই উপজাতি চাকমাকে আটক করা হয়েছে। এসময় একজন উপজাতি পালিয়ে যায়। মাদক ব্যবসায়ী আনোয়ারের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। মাদক ব্যবসায়ী আনোয়ার এবং পালিয়ে যাওয়া উপজাতিকে আটক করতে কাজ করছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন