দেশে খাদ্য সংকটের কোন আশংকা নেই উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের পরিপন্থী কোন অপশক্তির সাথে আপোষ নেই। বন্যা পরবর্তি অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্থ কৃষকদের বীজ, সার, কৃষি উপকরণ, বাড়িঘর, রাস্তাঘাট, ব্রিজ, কালভাট নির্মাণ ও সংষ্কার শেখ হাসিনার যুগান্তরী সফলতা। শুক্রবার দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এমবিএসকের হল রুমে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কৃষি পুনর্বাসন কর্মসূচি অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান ও খাদ্য অধিকার দিবসে জেলা খাদ্য অধিকার কমিটির সভাপতি ও এমবিএসকের নির্বাহী প্রধান সুলতানা রাজিয়া খাতুনের সভাপতিত্বে পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।
পরে হুইপ ইকবালুর রহিম কৃষি পুনর্বাসনে ২ হাজার ৬শ' ৭৫ জন কৃষককে গম, ভুট্টা, সরিষা, বোরো ধানসহ গ্রীষ্মকালীন ফসল উৎপাদনে সাড়ে ৭৬ লক্ষ টাকার বীজ বিনা মূল্যে বিতরণ করেন।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৭/হিমেল