বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় ঝুঁকিপূর্ণ একটি ফুট ব্রিজ নিয়ে বিপাকে রয়েছেন এলাকাবাসী। প্রতিদিন ওই ব্রিজ দিয়েই চলাচল করতে হচ্ছে অসংখ্য শিক্ষার্থী সহ এলাকাবাসীকে। মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খালের উপর আয়রন ব্রিজটি নির্মাণের পর কোন সংস্কার না হওয়ায় ব্রিজের কংক্রিটের ঢালাই খসে পড়েছে। ব্রিজটি শিক্ষার্থী সহ স্থানীয়দের মরন ফাঁদে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও উপজেলা এলজিইডি বিভাগ এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়রা জানায়, ১৯৯৭ সালে এলজিইডি বিভাগ স্থানীয়দের চলাচলের সুবিধার্থে মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খালের উপর আয়রণ স্ট্রাকচার ব্রিজ নির্মাণ করে। নির্মানের পর গত ২০ বছরেও ওই ব্রিজটি কোন সংস্কার হয়নি। এ কারণে ব্রিজের দক্ষিণ অংশের কংক্রিটের ঢালাই খসে গর্ত হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর সাথে ব্রিজের আয়রণ স্ট্রাকচারগুলো মরিচা ধরে নাজুক হয়ে গেছে। এতে একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ব্রিজটি। ওই ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীসহ প্রবীনরা। জরুরী ভিত্তিতে ব্রিজটি সংস্কার কিংবা পুননির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন মোল্লাপাড়া ব্রিজটি ঝুঁকিপূর্ণ স্বীকার করে বলেন, আগামী অর্থ বছরে এডিবি প্রকল্পের আওতায় ইউপি চেয়ারম্যান ওই ব্রিজটি সংস্কার করে দেবেন বলে তাকে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৭/হিমেল