চট্টগ্রামে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ মো হারুন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় মাদক পরিবহণে ব্যবহার করা একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
শুক্রবার সকালে জেলার সীতাকুণ্ড থানা উত্তর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় হারুন নামে একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন