পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে নিরলসভাবে কাজ করছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে জীবনযাত্রার মানও উন্নত হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে দিনরাত কাজ করে যাচ্ছেন। রোহিঙ্গা ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। বর্তমানে রোহিঙ্গা সমস্যা নিয়ে বিশ্ববাসীকে শান্তিপূর্ণ সমাধানের জন্য এগিয়ে আসার আহবান জানাচ্ছি। রোহিঙ্গা সমস্যাটি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন।
আজ বিকেল ৩টায় খানসামার ভিয়াইল ইউনিয়নে কাঁকড়া নদীর উপর ১৩ কোটি ৩৪ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত ১৭৫ মিটার দৈঘ্য ভিয়াইল ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিন্দ্র নাথ রায়ের সভাপতিতে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল প্রমুখ। এছাড়াও মন্ত্রী সকাল ৯টায় ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটনের সভাপতিত্বে উত্তর সুকদেবপুর গ্রামে উপজেলার ৩টি ইউনিয়নের ৯টি গ্রামের ৩৫২ বাড়িতে নতুন বিদ্যুৎ লাইনের সংযোগ উদ্বোধন ও তাড়কশাহার হাটে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক শাহের সভাপতিত্বে ২৯ লক্ষ ২৬ হাজার টাকা ব্যয়ে সাতনালা ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন এবং সাতনালা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক মানুর নেতৃত্বে ২ শতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, প্রকৌশলী ফিরোজ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন গোলাপ, আব্দুর রাজ্জাক মানু, আলহাজ্ব মকবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৭/হিমেল