নেতা গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছে যুবলীগ নেতাকর্মীরা। শুক্রবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে এ অবরোধ করে তারা। এসময় চট্টগ্রামের সাথে খাগড়াছড়ি জেলা ও ফটিকছড়ি উপজেলার মধ্যে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফটিকছড়ি উপজেলা যুবলীগ নেতা এমাজ উদ্দিন ওরফে জ্যামকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা নাজিরহাট ঝংকার মোড় থেকে উপজেলা সদরের বিবিরহাট বাসস্টেশন এলাকা পর্যন্ত রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ি জেলা ও ফটিকছড়ি উপজেলার মধ্যে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ইরফান উদ্দিন রাজীব বলেন, তিন রাউন্ড গুলিসহ জ্যামকে গ্রেফতার করা হয়েছে। সকালে সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দেওয়া হলেও পুলিশ তা সরিয়ে দিয়েছে। বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৭/আরাফাত