বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের নিশিন্দারা হাকিরমোড়ে এই সংবর্ধনা দেওয়া হয়।
স্থানীয় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মশিউর রহমান শামীমের সভাপতিত্বে ও সাইমুম ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মো. শোকরানা, বিএনপি নেতা আব্দুর রহমান, তাহা উদ্দিন নাহিন, শাহ মেহেদী হাসান হিমু, দেলোয়ার হোসেন পশারী হিরু, সাইদুল কবির, খান জাহাঙ্গীর, এবিএম মাজেদুর রহমান জুয়েল, মাসুদ রানা, আবু নূর মো. ওয়ালিদ, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর মানিক, ছাত্রদলের শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কারামুক্ত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৭/আরাফাত