বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মাগুরায় শুক্রবার থেকে শুরু হলো শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট-২০১৭ পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট।
বিকালে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।
এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী এড. বীরেন শিকদার এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কামরুল লায়লা জলি এমপি, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এড. সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সাইফুল ইসলাম রুবেল, ম্যানেজার মার্কেটিং, জিয়াউর রমান বিভিশনাল ম্যানেজার খুলনা, শামস বিন রেদওয়ান সিনিয়র এক্সিকিউটিব বসুন্ধরা সিমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন ঢাকা শিল্পকলা একাডেমীর শিল্পীরা।
উদ্বোধনী খেলায় অংশ নেয় মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমী ও খুলনা জেলা ফুটবল দল অংশ নেয়। খেলায় আছাদুজ্জামান ফুটবল একাডেমী খুলনা জেলা ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করেন। আছাদুজ্জামানের পক্ষে খেলার প্রথমার্ধের ২২ মিনিটে ১০ নম্বর জার্সিধারী বিদেশী খেলোয়াড় আব্বাস ১টি গোল করে। দ্বিতীয়ার্ধের ১৩ এবং ১৮ মিনিটে আব্বাস আরো ২টি গোল করে হ্যার্টিক করেন। সেইসাথে মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমী ৩-০ গোলের ব্যবধানে বিজয় নিশ্চিত করে। অন্যদিকে খুলনা দল কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেনি।
খেলা শেষে বিজয়ী দলের সেরা খেলোয়াড় আব্বাসের হাতে পুরস্কার তুলে মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন