বগুড়ায় যুবক আবু সাঈদ (৩০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা।
শুক্রবার রাত পৌনে ৮টায় বগুড়া শহরের কলোনী এলাকায় দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে সাঈদকে কুপিয়ে হত্যা করে। নিহত সাঈদ বগুড়া শহরের কলোনী লতিফপুরের ইসাহাক আলী শেখের পুত্র।
বগুড়া সদরের ছিলমপুর ফাঁড়ির ইনচার্জ আশুতোষ মিত্র জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আবু সাঈদ মারা যায়। তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তাকে সন্ধ্যার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন