পটুয়াখালীর গলাচিপায় পুকুরে গোসল করতে গিয়ে নুর আলী সেজান (২৫) নামের নর্থ সাউথ ইউনিভারসিটির এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা কমপ্লেক্স পুকুরে এ ঘটনা ঘটে। নুর আলী কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সেজানের বন্ধুদের সূত্রে জানা যায়, বুধবার নর্থ সাউদ ইউনিভাসিটির কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের শেষ বর্ষের ৫ বন্ধু মিলে কুয়াকাটা বেড়াতে আসে। কুয়াকাটা বেড়ানো শেষে ঢাকা যাওয়ার পথে গলাচিপা পৌর এলাকার রূপনগরে বন্ধু আবির হোসেনের বাড়িতে বেড়াতে এসে গলাচিপা উপজেলা কমপ্লেক্স পুকুরে গোসল করতে যায় তারা। এসময় পুকুরে নামতে গিয়ে ঘাটে পা পিছলিয়ে পানিতে ডুবে যায়। বন্ধুদের চিৎকারে আসপাশের লোকজন সেজানকে পানি থেকে তুলে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমাম সিকদার তাকে মৃত ঘোষণা করেন। সেজান ঢাকার আনছার আলী মন্ডলের ছেলে। তাদের গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার সবুজ নগরে।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৭/হিমেল