সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে একটি পাইপগান ২০ রাউন্ড গুলিসহ তিন বনদস্যুকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খাল থেকে তাদের আটক করা হয়।
আটক বনদস্যুরা হলেন শ্যামনগরের রবিউল, তালার তবিবুর ও খুলনার রুপসার শহীদুল।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পশুরতলা খালে অভিযান চালিয়ে তিন দস্যুকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগানসহ ২০ রাউন্ড গুলি উদ্ধার হয়।
বিডি প্রতিদিন/১১ নভেম্বর, ২০১৭/ফারজানা