নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটকরা হলেন- মুন্সীগঞ্জ জেলার মেঘনা থানার বর্শিকান্দা এলাকার সাহাবুদ্দিনের ছেলে সোহাগ (৩৬) ও পাবনা জেলার সদর থানার তিনগাছা রাজাপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন (৩০)।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, তারাব এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী আনাগোনা করছে বলে পুলিশের কাছে খবর আসে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই মাসুদ।
বিডি প্রতিদিন/১১ নভেম্বর ২০১৭/এনায়েত করিম