লক্ষ্মীপুরে জেলা যুবলীগের কাউন্সিল অধিবেশন শেষে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক পদে ভোটাভুটির মাধ্যামে আব্দুল্লাহ আল নোমান নির্বাচিত হন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে নতুন এ কমিটি ঘোষনা দেয় কেন্দ্রীয় কমিটি। অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, পৌর মেয়র আবু তাহেরসহ কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, প্রায় দুই যুগ পর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর