ঈশ্বরদীতে পাঁচ গ্রাম হেরোইনসহ কামরুজ্জামান বাবু ওরফে নিউটন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার মুলাডুলি রেলগেট সংলগ্ন নিকরহাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নিউটন উপজেলার মুলাডুলি ইউনিয়নের রাজাপুর এলাকার মৃত আবুল কালাম মাস্টারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, জব্দকৃত পাঁচগ্রাম হেরোইনের মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
মাদক আইনে মামলা করে নিউটনকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৭/এনায়েত করিম