পূর্ব শত্রুতার জের ধরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে ইলিয়াস মুন্সি (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্যাডমিন্টন খেলা দেখে বাড়ি ফেরার সময় এ মামলার শিকার হন তিনি।
জানা যায়, প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামে আলি আজম ও ফরিদ মুন্সি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। গত আগস্ট মাসেও এই দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সে ঘটনায় দায়ের করা মামলায় ইলিয়াস মুন্সি বাদী ছিলেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মোক্তার কাজী ও ওমর কাজী নামে দুই জনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৭/এনায়েত করিম