কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসটির সুপারভাইজার উদয় কুমার দেব নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বটতৈল আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনায় ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহত উদয় কুমার দেবের বাড়ি নাটোর সদর উপজেলার মোকারিমপুর এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়নুল ইসলাম জানান, রাতে বটতৈল আনসার ক্যাম্পের সামনে সৈয়দপুর থেকে বরিশালগামী তুহিন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সুপারভাইজার উদয়সহ ১১ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে উদয় মারা যান।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৭/এনায়েত করিম