বরিশালের বানারীপাড়ায় ৬ বছরের এক শিশু ধর্ষনের অভিযোগে কালু মিস্ত্রি নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে স্ব-মিল শ্রমিক কালু মিস্ত্রী (৬০) একই বাড়ির মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম বাহাদুরের শিশু মেয়ে নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থীকে (৬) বাড়ির একটি পরিত্যাক্ত ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই শিশুর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে কালু মিস্ত্রী দৌঁড়ে পালিয়ে যায়। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ কালু মিস্ত্রীকে আটক করেন।
বানারীপাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, শিশু ধর্ষণের অভিযোগে কালু মিস্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন