বৃহত্তর নোয়াখালী জেলা ট্রাক পিকআপ মালিক সমিতির কার্যকারী কমিটির নবনির্বাচিত সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এ,কে,এম সামছুদ্দীন জেহানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
জেলা শহরের দত্তের হাটের ট্রাক মালিক সমিতি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির কার্যকরী সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী জেলা ট্রাক পিকআপ মালিক সমিতির কার্যকারী কমিটির নবনির্বাচিত সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এ,কে,এম সামছুউদ্দিন জেহান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় নোয়াখালী পৌর কমিশনার জাহেদুর রহমান শামীম, স্থানীয় আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা ওমর ফারুক, সমিতির সাধানর সম্পাদক মোঃ নুর ইসলাম মিয়া,সমিতির যুগ্ন-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক মিলন, লাইন সম্পাদক মোঃ ফজলুল হক, অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন