কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল অরোহীর মৃত্যু হয়েছে। তার নাম পলাশ, বয়স ৩৫ বছর। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে স্থানীয় সূত্রে জানা যায়, সোনাহাট মাদ্রাসা মোড়ের নিজ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে ভূরুঙ্গামারী উপজেলা সদরে আসছিলেন পলাশ। পথিমধ্যে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী বাজার এলাকায় দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় পলাশের।
চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস কুমার পন্ডিত ।
নিহত পলাশ ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট মাদ্রাসা মোড় এলাকার বশির আহমেদের ছেলে।
বিডি-প্রতিদিন/ ২৫ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ