বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়া উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শনিবার সকালে সার্কিট হাউজের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শোভাযাত্রা শুরু হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৭/মাহবুব