সিলেট সীমান্তে ফারুক মিয়া (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তের ১২৬৬ মেইন পিলারের ৫ নং সাব পিলার সংলগ্ন সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত ফারুক গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষণছড়া গ্রামের জুলফু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে ১২৬৬ মেইন পিলার সংলগ্ন ৫ নং সাব পিলারের সংলগ্ন এলাকায় জ্বালানির জন্য কাঠ সংগ্রহে যায় ওই যুবক। একপর্যায়ে সীমান্তের ওপাশ থেকে আসা গুলিতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ফারুক মিয়া। পরে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে নিহতের বাড়ির উদ্দেশে রওনা হয়েছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/ ২৫ নভেম্বর ২০১৭/হিমেল