জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা।
উপজেলা প্রশাসন আয়োজিত এ শোভাযাত্রায় অংশ নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ।
শনিবার সকাল ১০টায় প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে অনুষ্ঠিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসাইন।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৭/ফারজানা