লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা এলাকায় সিএনজির ধাক্কায় স্কুল ছাত্র ফাহাদ হোসেন নিহত হয়েছে। শনিবার সকালে চরমোহনা গ্রামের মাইজের পোল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ফাহাদ স্থানীয় আবদুল আলিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রাস্তা পারাপারের সময় সিএনজি ফাহাদকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যায় সে। পরে সিএনজি চালক বেলাল হোসেনকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৭/ফারজানা