জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার পুরাতন স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, পুলিশ, আনসার, বিএনসিসি, স্কাউটদলসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে জেলা সমবায় কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দিলারা বেগম আসমা এমপি, জেলা পরিষদের প্রধান নির্বাহী শিবির বিচিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ।
এ উপলক্ষে জেলা শিশু একাডেমি শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতারও আয়োজন করে।
বিডি-প্রতিদিন/ ২৫ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ