বাগেরহাটে দিনের প্রথম প্রহারে ৩১ বার তোপধ্বনির পর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ্যে থেকে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস পুষ্পমাল্য অর্পণ করেন। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে শহীদদের রুহের মাগফেরাত কামানা ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পর্যায়ক্রমে জেলা পরিষদের পক্ষ্যে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। পুলিশ প্রশাসনের পক্ষ্যে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। জেলা আওয়ামী লীগের পক্ষ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপিসহ জেলা আওয়ামী লীগ ও বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালামসহ বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার