সুন্দরবনের অভয়ারণ্যের মধ্যে মরা পশুর এলাকায় আইন অমান্য করে অবৈধভাবে মাছ আহরণের অভিযোগে ৯ জেলেকে আটক করেছে চাদপাই নৌ থানা পুলিশ। মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে নগদ দুই হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১ মাস করে কারাদন্ড দেয়া হয়েছে।
চাঁদপাই নৌ থানার অফিসার ইনচার্জ মো. আবুল হোসেন শরিফ জানান, বন আইন অমান্য করে জেলেরা সুন্দরবনের মরা পশুর খালের অভয়ারণ্যে এলাকায় মাছ আহরন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালায় নৌ পুলিশ। এ সময় মাছ আহরনরত অবস্থায় ৯ জেলেকে আটক ও তাদের ব্যবহৃত ৩টি নৌকা এবং বেহেন্দী জালসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। পরে আটককৃতদের মোংলায় আনার পর সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম মোবাইল কোর্ট বসিয়ে প্রত্যেক জেলেকে নগদ ২ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১ মাস করে কারাদন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাটের মোংলার শেখ সিরাজুল (২৫), রামপালের আলী আহম্মদ শেখ (৫৫), শেখ লাভলু (৩৮), শেখ কামরুল (৩০), মোকসেদ আলী (৫০), জাহাঙ্গীর শেখ (৫৫), হাবিবুল্লাহ শেখ (২২), তাজুল ইসলাম (২৫) ও খানপুরের শেখ মোশারেফ (৫০)।
বিডি প্রতিদিন/এ মজুমদার