মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনায় নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র, মুক্তিযোদ্ধা ইউনিট ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেন।
পরবর্তীতে সাতপাই স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন সকল স্তরের জনগন। যুদ্ধকালীন উ্ইং কমান্ডার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শামছুজ্জোহার নেতৃত্বে সেক্টর কমান্ডারস ফোরামের সকল মুক্তিযোদ্ধাগণ সাতপাই স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান ও সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে স্লোগানে স্লোগানে বিজয় মিছিলের মাধ্যমে দলের সকল অংগ সঙ্গঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোস্তফা কামালের নেতৃত্বে পার্টির সকল নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। এর আগে প্রথম প্রহরে রাত ১২ টা এক মিনিটে জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের নেতৃত্বে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করে।
সকাল আটটায় মোক্তারপাড়া মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন হয়। কুচকাওয়াজে পুলিশ, আনসার, ভিডিপি, সিভিল ডিফেন্স ছাড়াও সরকারী বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু কিশোর সংগঠন অংশগ্রহণ করে। তাদের অভিবাধন গ্রহণ করেন, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী। পরে এসকল প্রতিষ্ঠান ও সংগঠন বিভিন্ন মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার