মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালবাসার মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়ায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৬টায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘স্বাধীনতা’র পাদদেশে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
এরপর একে একে কলারোয়া রিপোর্টার্স ক্লাব, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের গণকবরে পুষ্পমাল্য অর্পণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সকাল সাড়ে ৮টায় কলারোয়া ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শান্তির প্রতীক পায়রা ওড়ানোর পর শুরু হয় কলারোয়া থানা পুলিশের মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোরম ডিসপ্লে।
উপজেলা অডিটোরিয়ামে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৭/মাহবুব