লক্ষ্মীপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। শ্রদ্ধা আর ভালোবাসায় মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করছেন জেলাবাসী। শনিবার সকালে ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।
পরে মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শহরের বাগবাড়িস্থ গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহীদদের রুহের মাঘফেরাত কামনায় মোনাজাত করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টার দিকে জেলা স্টেডিয়াম মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শাররিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাড়ে ১০টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন সবাই। এ সময় সপ্তাহব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য এ কে এম শাহজান কামাল। মেলায় অর্ধশাতাধিক স্টল বসে। পরে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার কাজল কান্তি দাস।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৭/ফারজানা