বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযথ সম্মান ও উৎসাহের সাথে পালিত হচ্ছে মহান বিজয় দিবস ২০১৭। দিবসটি উপলক্ষে দিনভর নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।
বেলা ৯টায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, থানার ওসি মো. রাশেদুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারগণ এ সময় তার সাথে ছিলেন।
এরপরে অনুষ্ঠিত হয় শরীর চর্চা ও কুচকাওয়াজ। মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান এসব অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।
বেলা ১১টায় অনুষ্ঠিত হয় জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। এছাড়াও রয়েছে মহিলাদের বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা, পুরুষদের জন্য প্রতি ফুটবল ম্যাচ, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৭/মাহবুব