মহান বিজয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। আজ সকাল থেকেই চাষাঢ়া বিজয় স্তম্ভে শ্রদ্ধা জানানো শুরু হয়।
সকাল সাড়ে ৬ টায় জেলা প্রশাসন, সাংসদ, তারপর একে একে জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলার মুক্তিযোদ্ধারা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা ও মহানগর আওয়ামীলীগ ও সর্বশেষ সকাল সাড়ে ১১ টায় জেলা বিএনপি ফুলেল শ্রদ্ধা জানায়। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষও ফুলের শ্রদ্ধা জানান। দিনটি উপলক্ষে জেলা প্রশাসনসহ সকল স্কুল কলেজে দিনব্যাপী কর্মসূচি রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার