জামালপুরের মেলান্দহে ভুয়া মুক্তিযোদ্ধাদের হাতে লাঞ্চিত হয়েছেন নজরুল ইসলাম নামে এক বীর মুক্তিযোদ্ধা।
শনিবার বিজয় দিবসে মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এই ঘটনা ঘটে।
আহত বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে জানান, আজ উমির উদ্দিন পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিজয় দিবসের কুচকাওয়াজ শেষে মুক্তিযোদ্ধা আসেন। দুপুর ১টার দিকে সংসদে আসার সাথে সাথে মোহাম্মদ আলী, আবুল হোসেন, নাজিম উদ্দিনসহ ৫/৬ জন তার উপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এতে তার শরীরের বিভিন্নস্থানে ফোলা জখমসহ ডান হাতের আঙ্গুল ফেটে যায়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম যাছাই-বাছাইয়ের নামে মুক্তিযোদ্ধা তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধাদের অন্তর্ভূক্তির ব্যাপারে প্রতিবাদ করে আসছিলেন। এতে ভুয়া মুক্তিযোদ্ধারা তার উপর ক্ষিপ্ত ছিল। এই ক্ষিপ্ততার জের ধরেই এই হামলার ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পদে চলতি দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা তামীম আল ইয়ামিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,সংসদে হট্টগোলের কথা শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।
তবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ এসএম আ. মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/ ১৬ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান