২০ লিটার চোলাই মদসহ পাবনার ঈশ্বরদী উপজেলায় ফজলু (৩৭) নামে এক মাদক মামলার আসামিকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ১০টার দিকে শহরের ফতেহমোহম্মদপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ফজলু ওই এলাকার বাসিন্দা।
ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহুরুল হক জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার বাসিন্দা ফজলুর নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়িতে তল্লাশি করে ২০ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রবিববার তাকে আদালতে পাঠানো হবে।
বিডিপ্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান