মানিকগঞ্জের উচুটিয়া এলাকায় দুর্ঘটনা কবলিত ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৫ জন আহত হয়েছেন।
রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উচুটিয়া এলাকা এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মানিকগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রবিবার ভোর রাতে ঢাকাগামী একটি মাছবোঝাই ট্রাক ডিভাইডারের উপরে উঠে উল্টে যায়। মানিকগঞ্জ থেকে ছেড়ে যাওয়া শুভযাত্রা পরিবহন রবিবার সকালে দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দিলে ওই বাসের ৫ যাত্রী আহত হয়। বাস ও ট্রাকটি আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৭/মাহবুব