পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ এই মূলমন্ত্রকে ধারণ করে ২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ’ এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে এ মেলায় উপস্থাপন করা হবে। এ মেলায় দেশের সকল সরকারি, আধাসরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে মেলায় আগত লোকদের সামনে তাদের নিজ নিজ সংস্থার উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে। গত ১৩ বছরের অগ্রগতি ও উন্নয়ন চিত্র এতে তুলে ধরা হবে। ২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সবাই এই উন্নয়নের অংশ। এই অর্জন সবার। এই উন্নয়নকে তুলে ধরতে আয়োজন করা হয়েছে উন্নয়ন মেলা।
বৃহস্পতিবার কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা প্রান্তিক জনগোষ্ঠির মাঝে তুলে ধরতে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে এ উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক ড. এম মিজানুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ আবদুর রব, সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আজহারুল হক, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, কুমিল্লার জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম, কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতসহ জেলা প্রশাসন, পুলিশ প্রসাশন ও সরকারের বিভিন্ন বিভাগের উচ্চ পদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় সরকারি-বেসরকারি ও উন্নয়ন সংস্থার একশত পঁচিশটি স্টল অংশ নেয়।
এদিকে, তিন দিনব্যাপী মেলায় থাকবে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ, আলোচনা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা। সন্ধ্যা ৬টায় মেলামঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সকল আয়োজনে সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন