ময়মনসিংহের ফুলপুরে শিশু-কিশোরসহ আবাল বৃদ্ধ বণিতার অংশগ্রহণে উন্নয়ন মেলার র্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় 'শেখ হাসিনার দুই নয়ন, বাংলাদেশের উন্নয়ন', 'লও লও লও সালাম, শেখ মুজিব লও সালাম', 'শেখ হাসিনার সরকার, বার বার দরকার' ইত্যাদি স্লোগানে ফুলপুরের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। অবতারণা হয় এক প্রাণবন্তকর পরিবেশের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের পর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে র্যালি শুরু হয়। এমপি শরীফ আহমেদ এতে নেতৃত্ব দেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় ফুলপুরেও প্রধানমন্ত্রী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন।
মেলা প্রাঙ্গণে আওয়ামী লীগ, এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্টল পরিচালকগণসহ উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হাকিম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, ফুলপুর ওসি একেএম মাহবুব আলম, তারাকান্দা ওসি মাজহারুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন, ভারপ্রাপ্ত পৌর মেয়র মো. হুমায়ুন কবির মিলন প্রমুখ। এরপর এমপি শরীফ আহমেদ উন্নয়নমেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৮/ফারজানা