বাংলাদেশ প্রতিদিন সম্পাদক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন করেছে সাংবাদিকরা। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে ভালুকা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি ভালুকা শাখার আয়োজনে প্রায় এক ঘণ্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে সাংবাদিকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম. শাহজাহান সেলিম, সাধারণ সম্পাদক ফিরোজ খান, বাংলাদেশ সাংবাদিক সমিতি ভালুকা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাংবাদিক মোবাশ্যারুল ইসলাম সবুজ, আলমগীর হোসেন, আব্দুল ওয়াদুদদ মিয়া, হাদিকুর রহমান হাদিস, জহিরুল ইসলাম জুয়েল, প্রভাষক মো. আনোয়ার হোসেন তরফদার, তাজদিকুল হক খুশবু প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন