কুমিল্লায় ইটভাটার মেশিনে কাটা পড়ে সামছুল হক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সামছুল হক নেত্রকোনা জেলার মদন থানার তেওসি গ্রামের বাসিন্দা।
জেলার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ (চাঁপাপুর) এলাকার একটি ইটভাটায় বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক সামছুল হক (৫২) তার পরিবারের কয়েক সদস্যসহ ওই ইট ভাটায় কাজ করতো। বৃহস্পতিবার বিকালে সামছুল হক ওই ভাটায় কাজ করার সময় ইটের মাটি প্রস্তুতকারী মেশিনের উপর আকস্মিকভাবে পড়ে যায়। এতে চলন্ত মেশিনের সাথে তার শরীর পেঁচিয়ে কাটা পড়ে খণ্ড-বিখণ্ড হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
ইট ভাটার মালিক আবদুল মান্নান জানান, সামছুল হক কয়েকদিন ধরে অসুস্থ ছিল। ইটের মাটি প্রস্তুতকারী মেশিনের নিকট যাওয়ার পর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
কোতয়ালী মডেল থানার এসআই রবিউল জানান, ওই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন