শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।
বিআইডব্লিইটিসি'র কাঠালবাড়ী ঘাট সূত্র জানায়, রাতে কুয়াশার মাত্রা বাড়তে থাকলে পদ্মার দিক নির্দেশনা মূলক বাতি ঝাপসা হয়ে আসে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।
এসময় উভয় ঘাট থেকে ছেড়ে আসা চারটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়।
এদিকে, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ী ঘাটে আটকে আছে অর্ধশত নৈশকোচ। এতে দুর্ভোগে রয়েছে যাত্রীরা। এছাড়া ঘাটে পণ্যবাহী পরিবহন আটকে থাকায় দেখা দিয়েছে যানজট।
কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম