বরিশাল নগরের কাউনিয়া থেকে গাঁজাসহ এক কারারক্ষীকে আটক করেছে থানা পুলিশ। তার নাম রিয়াজুল হক (৪০)। এ সময় তার কাছে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই কারারক্ষীর বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার একটি মামলা করা হয়েছে।
এ ব্যাপারে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র কুমার মন্ডল বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে রিয়াজুল হক নামে এক ব্যক্তিকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক রিয়াজুলকে জিজ্ঞাসাবাদ করা হলে, বরিশাল কারাগারের কারারক্ষী পদে চাকরি করেন বলে তিনি স্বীকার করেন। পরে ওই ঘটনায় তার বিরুদ্ধে এসআই জসিম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ