দীর্ঘ ৬ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে। ঘন কুয়াশা কেটে যাওয়ায় শুক্রবার সকাল সোড়ে ১০টার দিকে ফেরি চলাচল শুরু করা হয়।
এর আগে, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে শুক্রবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক নাসির হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে নদী এলাকায় কুয়াশা কমে যাওয়ায় দীর্ঘ ৬ ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে উভয় ঘাট এলাকা মিলে চার শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলেও জানা গেছে।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম