মাগুরা সদর উপজেলার আলমখালি এলাকায় সড়ক দুর্ঘটনায় আমিরুল ইসলাম (৩০) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম মাগুরা সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার রাজধরপুর গ্রামে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, আলমখালী ফাঁড়িতে রাতের ডিউটি শেষে ভোরে মোটরসাইকেলে করে থানায় আসছিলেন আমিরুল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা আমিরুলকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাগুরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম