কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে অতিরিক্ত কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে সকাল ১১টার দিকে ফেরি চলাচল সচল হয়।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, কুয়াশার ঘনত্ব কেটে গেলে সকাল ১১টার দিকে ফেরিসহ সব নৌযান চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোরে কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় গাড়ির দীর্ঘ লাইন দেখা দিয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ