ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের ভদ্রকান্দা নামক স্থানে আজ সকাল ৯টার দিকে মাইক্রোবাস দুর্ঘটনায় দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ও আহতরা সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাসের গানের দলের কর্মী।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, ভারত থেকে প্রোগ্রাম শেষে মাইক্রোবাসযোগে নকুল কুমার বিশ্বাসের সহকর্মীরা ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে ফরিদপুরের ভাঙ্গার ব্রাহ্মনপাড়া পৌছালে গানের দলের শিল্পীদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় মাইক্রোবাসের ড্রাইভার মোশাররফ হোসেন ও যন্ত্রশিল্পী ওয়াহিদ সুজাত।
এ ঘটনায় আহত হন নিমাই ও দিপক নামের আরও দুই শিল্পী। এদের মধ্যে নিমাই এর অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহত দুইজনের লাশ ভাঙ্গা হাইওয়ে পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ