চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছে বেঁধে ইব্রাহিম আলী (৫০) নামে এক বৃদ্ধকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার কালপুর দক্ষিণপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে। তবে ঘটনাটি জানাজানি হয় বৃহস্পতিবার রাতে। এ নিয়ে ইব্রাহিম আলীর ভাই আবদুল করিম বাদি হয়ে সাতজনকে এজাহার নামীয় আসামি ও ৩-৪ জন অজ্ঞাতনামা আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা গেছে, কালপুর গ্রামের ফজলুল হকের ছেলে ইব্রাহিম আলী (৫০) কে মঙ্গলবার ফাঁকা মাঠে আমগাছের সঙ্গে বেঁধে বেড়ক পিটিয়ে মারত্মক জখম করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শরিফুল ইসলামের সাথে পারিবারিক জমিজামা সংক্রান্ত বিরোধের জের ধরে ইব্রাহিমকে কালপুর দক্ষিণপাড়ার পাগলা নদীর ঘাটে একা পেয়ে শরিফুল ইসলাম ও তার ভাই শফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, পিটু, হাসান, হোসেন ও তার ভাতিজা সব্বিরসহ আরও কয়েকজন ইব্রাহিমকে আমগাছের সঙ্গে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করে। পরে তাকে আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই জুলহাস আলী মৃধা জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে করে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন