লক্ষ্মীপুরে স্থানীয় পত্রিকার সম্পাদক-প্রকাশক পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক রূপসী লক্ষ্মীপুর পত্রিকার মো: কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে দৈনিক রব পত্রিকার মো. সহিদুল ইসলাম সহিদ নির্বাচিত হন।
বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটিতে আরো নির্বাচিত হলেন যারা, সহ-সভাপতি একে এম সালাহ উদ্দিন টিপু, সহ-সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ কাজী মাকছুদুল হক, দপ্তর ও প্রচার সম্পাদক আফজাল হোসেন সবুজ ও নির্বাহী সদস্য পদে সাজ্জাদুর রহমান।
নির্বাচন কমিশনার ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এএফ শামসুদ্দিন আহম্মেদ, সিনিয়র সাংবাদিক এম জে আলম এবং সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা মো: জসিম উদ্দিন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন