দেশের কোটি মানুষের প্রিয় পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার এম শামছুল হক চত্বর সংলগ্ন ফুলপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সাংবাদিক নেতারা বলেন, মামলা হামলায় নঈম নিজামের কলম থেমে যাবে না। এভাবে সাংবাদিকের কলম চেপে ধরলে দেশে অন্যায় মাথাচারা দিয়ে ওঠবে। অন্যায়ের প্রতিবাদীদের রোখা যাবে না। তাহলে অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের কলম আরও ঝলসে ওঠবে। মানববন্ধন থেকে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে ওই মামলা প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচী দেয়া হবে বলে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম (ভোরের কাগজ), মো. আব্দুল মান্নান (বাংলাদেশ প্রতিদিন), সাখাওয়াত হোসেন (বাংলাদেশ সময়)। এ সময় উপস্থিত ছিলেন, নুরুল আমিন (সংবাদ), মো. খলিলুর রহমান (ইনকিলাব), জাহাঙ্গীর আলম (ইত্তেফাক), আব্দুস সাত্তার (দিনকাল), সিদ্দিকুল হাসান (আমার দেশ), সুলতান আহমাদ (জাহান), তোফাজ্জল হোসেন (সকালের দুনিয়া), মোস্তফা খান (আমার দিন), সাইফুল ইসলাম বাবুল (সংবাদ প্রতিদিন), জিয়াউর রহমান পান্না (শিক্ষা বার্তা ডট কম), ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আব্দুল্লাহ আল সায়েম লিঠু (আজকের ময়মনসিংহ), রাকিবুল ইসলাম মাহফুজ (ভোরের অপেক্ষা) প্রমুখ।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৮/হিমেল